বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষ হওয়ার পরও উপাচার্য পদত্যাগ না করায় রক্ত দিয়ে দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে ‘ভিসির পদত্যাগ চাই’ শীর্ষক দেয়াল লিখনের কর্মসূচি পালন করেন।
এর আগে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এসময় উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
সোমবার একই দাবিতে জেলা প্রশসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। সেখানে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেন শিক্ষার্থীরা। আজ দুপুরে আল্টিমেটামের সময় শেষ হলেও উপাচার্য পদত্যাগ না করায় কর্মসূচি পালন করেন তারা।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে, উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।