লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ “ মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করন করা হয়।
এসময় প্রফেসর ডঃ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে রাজস্ব খাতের আওতায় প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান এবং শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী প্রমুখ।