আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাউন্টিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো মাঙ্কিপক্স আক্রান্ত মার্কিন রোগী মারা গেলেন। গতকাল সোমবার ( ১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিএনএন এর বরাত দিয়ে এ কথা জানায় কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।
প্রতিবেদনে বলা হয়, কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক ড. উইলিয়াম শ্যাফনার বলেন, মাঙ্কিপক্স ভাইরাসটি শরীরে প্রবেশের পর থেকে মৃত ব্যক্তির দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিকে দমাতে পারেনি।
বিবৃতিতে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহ করা হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে হবে। অসুস্থতার সময়গুলোতে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৪ হাজার ৩শ কেস শনাক্ত হয়েছে।