মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিরাজগঞ্জে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, ছেলে মেয়ে নিয়ে খুব অভাবে আছি তাই আজ রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরো কঠোর করবো।
একই দাবিতে চট্টগ্রামের আতুরার ডেপুটি এলাকায় সড়ক অবরোধ কোরে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটকল শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, নয় সপ্তাহ ধরে বেতন বাকি আছে এতো অল্প বেতনও দিতে চায় না। সরকার আমাদের মজুরি গেজেট পাস করে দিলেও আমাদের বেতন বাড়েনি।
ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর কাটাখালী এলাকায় বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া, সিরাজগঞ্জেও কাজে যোগ না দিয়ে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।