স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে ব্যাটিং-এ দুর্দান্ত পার্ফরম্যান্সে ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের অধিনায়ক বাবর টপকে শীর্ষে আসীন হয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপের শুরুতে ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন বাবর আজম। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ভারতের সূর্যকুমার যাদব এবং ৩য় অবস্থাথানে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট ছিল ৭৯৪। তবে এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার দরুণ টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন বাবর। এখন পর্যন্ত ৩ ম্যাচের ৩ ইনিংস থেকে বাবর করতে পেরেছেন মোটে ৩৩ রান। যার ফলে ২৪ রেটিং পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে যান পাকিস্তানের অধিনায়ক। আর সুপার ফোরের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ভারতের সূর্যকুমার। ১৩ রান করে বিদায় নিয়েছিলেন সেই ম্যাচে। আর তাতেই দুই থেকে ২ ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন সূর্যকুমার। রেটিং পয়েন্টও হারিয়েছেন ৩০।
অন্যদিকে, এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা ৩ ইনিংসের দুটিতে ফিফটি হাঁকানো রিজওয়ান ১৯২ করায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পান আরো ১৯ রেটিং পয়েন্ট। আর তাতেই ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যান পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
যদিও এশিয়া কাপে এখন পর্যন্ত ৪ ইনিংসে ১৩৩ রান করেছেন সূর্যকুমার। তবে তারমধ্যে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৬৮ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস রয়েছে।