আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ছুরি হামলায় ১০ জন নিহত ও অন্তত ১৫ জন আহত এবং সন্দেহভাজন ২জন শনাক্ত হয়েছেন। ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে ১৩টি জায়গায় ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায় বলে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেমস স্মিথ ক্রি নেশনের প্রত্যন্ত এলাকার নিকটবর্তী শহরে ওয়েল্ডনে স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। জরুরি টেলিফোন পেয়ে সাসকাচোয়ানের নিকটবর্তী শহরের পুলিশ দ্রুত সেখানে গিয়ে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর আরও বলেছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছি। সন্দেহভাজন হিসেবে মাইলস (৩০) এবং ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) নামের দুজনকে শনাক্ত করা গেছে। তাঁরা একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন। দুজনেরই চুলের রং কালো এবং চোখ বাদামি। অভিযুক্তদের গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।
এদিকে জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ এলাকায় অন্তত আড়াই হাজার মানুষ বাস করেন।
অন্যদিকে, এ হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের কথা ভাবছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডিয়ান সরকার।