লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি কক্ষের নাম নন কমিউনিকেবল ডিজিজ কর্ণার অর্থাৎ এনসিডি কর্ণার। যেখানে বাংলাদেশের তুলনামূলক ব্যয়বহুল চিকিৎসার অসংক্রামক রোগের চিকিৎসা করা হয়। এই কর্ণারে চিকিৎসা করা রোগগুলোর মধ্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বাথ ব্যাথা, কিডনি রোগের মত ব্যয়বহুল চিকিৎসার রোগ রয়েছে। এই কর্ণারেই পাওয়া যায় ডাক্তারের পরামর্শ, সেইসাথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধ। যার কারণে অনেক গরীব অসহায় রোগীদের চিকিৎসা ও ভরসার জায়গায় হয়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই এনসিডি কর্ণার।
জানা যায়, সারা বাংলাদেশে ২০০ উপজেলায় এই ধরনের কর্ণার করার উদ্যোগ নেওয়া হয় যার মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রয়েছে। এবং ইতোমধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্ণারের কার্যক্রম চলছে প্রায় ১ বছর ধরে। ৮০ বছরে বৃদ্ধ খাইরুল আলম লাটি হাতে এসেছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ। সেখানে এসে জানতে পারেন এখানে নতুন একটি এনসিডি কর্নার রয়েছে যেখানে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ সব বড় বড় রোগের চিকিৎসা দেওয়া হয়। যেই কথা সেই কাজ গিয়ে দেখে ডাক্তারের পরামর্শে বিনামূল্যে টেস্ট করানো, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে যায়। এত দিন যেখানে অনেক টাকার ওষুধ খেতে হতো সেখানে ফ্রিতে ওষুধ, চিকিৎসা সেবা পেয়ে মহা খুশি খাইরুল আলম। খাইরুল আরো জানান, ডাক্তারে সাথে কথা বললে নিজেকে রোগী মনে হয় না, অনেক ভরসা পাই।
কথা হয় আছমা বেগম নামের আরেক রোগীর সাথে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এর রোগী সে। এত দিন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাত। সেখানে অনেক টাকা ব্যয় হতো। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করার কথা ভুলে যেতে বসেছিলেন আছমা। পরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে এবং নিয়মিত ডায়াবেটিস এর চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় । তারপর থেকে এনসিডি কর্ণারে চিকিৎসা করায় আছমা। দুই হাত তুলে চিকিৎসাকের জন্য দোয়া করেন আছমা।
এভাবে প্রতিদিন অনেক খাইরুল আছমার চিকিৎসা ও ভরসাস্থল যেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্ণার।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনসিডি কর্ণারের চিকিৎসা ডা.সুমন চৌধুরী জানান, এনসিডি কর্ণার চালু হওয়ার পর থেকে প্রায় ৫০০ রোগীকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। এতে রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পাচ্ছে। এবং একজন রোগী একবার এই কর্ণারে রেজিষ্ট্রেশন করলে আজীবন বিনামূল্যে সব সেবা পাবে বলেও জানান তিনি।
এনসিডি কর্ণার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা সেবা নিয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের সাথে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না আসলে কেউ জানতে পারবে না এখানে কত উন্নত মানের সেবা রয়েছে সেটা। তিনি লোহাগাড়ার সাধারণ মানুষ প্রাইভেট হাসপাতালে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ডাক্তারের পরামর্শ নেওয়ার আহবান জানান।
রোগীদর কয়েকটি সমস্যা কথা জানালে মোহাম্মদ হানিফ বলেন, এটা সরকারি প্রতিষ্ঠান আর আমিও একজন মানুষ ছোট খাট কিছু সমস্যা থাকতে পারে, যে কোন সমস্যা বা রোগীর ভোগান্তির চিত্র তার নজরে আসার সাথে সাথে সামাধানের চেষ্টা করেন বলেও জানান তিনি।