হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাইকার প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়,সিদলি উচ্চ বিদ্যালয়, বিএন বালিকা উচ্চ বিদ্যালয়, কাদিহাট উচ্চ বিদ্যালয়, গাজিরহাট মজার আলী উচ্চ বিদ্যালয়, কাউন্সিল বাজার দাখিল মাদ্রাসা, মীরডাংগী উচ্চ বিদ্যালয়,আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়, বি এম এস বালিকা উচ্চ বিদ্যালয়, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় ও রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২ টি বিদ্যালয়ে ১৫০ জোড়া উন্নতমানের লোহার তৈরী হাই-লো বেঞ্চ বিতরন করা হয় ৷
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী প্রমুখ।
এ সময় সুবিধাভোগী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, বি এম এস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সিদলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ অন্যান্য প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।