রাজধানীতে ১০ তলা ভবনের উপরে বহুতল ভবনগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বনানীর ২২ তলা ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিন পর সোমবার এ অভিযানে নেমেছে তারা। গত বৃহস্পতিবার এফআর টাওয়ার নামে ওই ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়।
সরকারি কর্মকর্তারা জানান, বনানীর এফআর টাওয়ারের ওই ভবনটি নির্মান বিধি (বিল্ডিং কোড) মেনে হয়নি। এমনকি অগ্নি নির্বাপণে সেখানে পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।
রাজউকের সহকারী পরিচালক আতিকুর রহমান ইউএনবিকে জানান, অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকের সমন্বয়ে রাজউকের অধীনে আটটি অঞ্চলে ২৪ সদস্যের দল এ তথ্য সংগ্রহের অভিযানে নেমেছে।
অঞ্চল-১ এ রয়েছে আশুলিয়া ও ধামসোনা, ২ এ উত্তরা, টঙ্গী ও গাজীপুর, ৩ এ সাভার ও মিরপুর, ৪ এ গুলশান, বনানী, মহাখালী ও পূর্বাচল, ৫ এ ধানমণ্ডি ও লালবাগ, ৬ এ মতিঝিল ও ভুলতা, ৭ এ কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর ও ওয়ারী এবং অঞ্চল-৮ এ রয়েছে ডেমরা, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও।