আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামলাতে প্রস্তত বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। সেই উড়তে থাকা আফগানদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ।
আফগানিস্তানের চলমান ফর্ম ও আত্মবিশ্বাস দুটিতেই যারা এগিয়ে আছে তাদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের বাড়তি চাপ থাকা স্বাভাবিক। কিন্তু দলের প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন অন্য কথা। তিনি জানালেন, আফগানদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বাংলাদেশ দল।
মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি দেশে। কারণ, এখানে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হবে, এটা নিয়ে সবাই পরিষ্কার। ওপেনার থেকে শুরু করে শেষ ব্যাটসম্যান পর্যন্ত পুরো দলের মধ্যে আমরা সেভাবেই কথা বলেছি। যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। আমি মনে করি, প্রতিটা খেলোয়াড়ের নিজের ভূমিকা পরিষ্কারভাবে জানা খুব গুরুত্বপূর্ণ।
এদিকে, আজ এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শতক স্পর্শ করে ফেলবেন সাকিব আল হাসান।এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের সফলতা অনেকাংশে নির্ভর করছে সাকিবের ওপর। বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিয়ারের দারুণ এই মাইলফলক উপলক্ষ্যে আফগানদের বিপক্ষে বিশেষ কিছু করে ম্যাচটা স্মরণীয় করে রাখবে এমনটাই আশা সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের।