স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ হাইভোল্টেজ বলার যথার্থতা পেল আরেকবার। বারবার দিক পাল্টানো ম্যাচের ফল শেষ পর্যন্ত রোহিত শর্মার দলের দিকেই গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে ৫ উইকেটের জয়ে তুলে নিয়ে যেন শোধ তুলল ভারত।
গতকাল রোববার ( ২৮ আগস্ট ) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তুলেছে পাকিস্তান। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর আভাস দিয়েও শুরুতেই বাবর আজমকে হারিয়ে ফেলে পাকিস্তান।পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য ছুঁতে ভারতের ব্যাটারদের লেগেছে ১১৮ বল। শেষ তিন ওভারে ৩২ রানের সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলেছিল পাকিস্তান। সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হয়েছিল দুইদল। উত্তেজনার পারদ জমে ছিল ম্যাচটি ঘিরে। বাবরের দলকে অল্পতে বেধে দেয়ার পর জয়ের কাজটা কঠিন করে হলেও জয়েই শেষ করেছে ভারত।
এদিকে, ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। ভুবনেশ্বর কুমারের করা তৃতীয় ওভারের চতুর্থ বল মোকাবিলা করতে গিয়ে শর্ট ফাইন লেগে অর্শ্বদীপ সিং-এর হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক। ৯ বল খেলে ২ চারে ১০ রান করে ফিরে যান বাবর।