ডিবিএন ডেস্কঃ অফিস-আদালতের সঙ্গে রাজধানীতে যানজটও এক ঘণ্টা এগিয়ে এসেছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের নতুন সময়সূচির প্রথম দিন রাজধানীর বেশিরভাগ সড়কে যানজটও শুরু হয়েছে আগেভাগে।
আজ বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা হয়ে মহাখালীগামী সড়কের পুরোটাই যানবাহনের দখলে ছিল। দীর্ঘসময় পেরিয়ে গেলেও নাম নেই সিগনাল ছাড়ার। প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না সেই সময় সড়কে গাড়িতে বসে থাকা যাত্রীদের। সরকারি-আধা সরকারি ও শায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা পরিবর্তনের প্রথম দিনই সড়কে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নতুন নিয়মে সকাল ৮টায় অফিস শুরুর কথা থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে অফিস যেতে পারেননি অনেকেই। ৮টার পরও অনেক সরকারি অফিসের বাস আটকে থাকতে দেখা যায় সড়কে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সরকারি অফিসে যে অফিস সময় শুরু হয়েছে, সেটি আপাতত সময়ের জন্য। স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা এক ঘণ্টা আগে সঠিক সময়ে অফিসে এসেছেন।
এদিকে, অফিস ও স্কুল শুরুর সময়সূচি মিলে যাওয়ায় যানজটের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের চেয়ে কিছুটা আগে বেরিয়েও সন্তানকে নিয়ে ঠিক সময়ে স্কুলে পোঁছাতে পারেননি। যানজট সামলাতে পুলিশের ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হয়েছে প্রথম দিনই। তবে ট্রাফিক বিভাগের দাবি, প্রথম দিনের চিন্তা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা।
উল্লেখ্য, এর আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলত সন্ধ্যা ৬টা পর্যন্ত।