লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী আসমা বেগম (৩০) হত্যা মামলার আসামী খোকন গাজী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) রাত আনুমানিক ২:৩০ টায় সহকারী পুলিশ সুপার শেখ সাদী এবং রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার একান্ত প্রচেষ্টায় হাজিমারা পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন সঙ্গীয় অফিসার এস, আই মোরশেদ আলম, এ, এস, আই ইমাম হোসেন কং মোঃ মহসিন সহ চট্রগ্রাম রেলস্টেশন থেকে স্ত্রী হত্যা মামলার আসামী খোকন গাজী (৪০) কে গ্রেপ্তার করে।
উক্ত মামলার আসামী খোকন গাজী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দী প্রদান করে। রায়পুর থানা মামলা নং ১৫ তা ২১/৮/২২ ইং ধারা ৩০২ পেনালকোড।
উল্লেখ্য শনিবার (২০ আগস্ট) ২০২২ আনুমানিক সময় সকাল ৯ টায় ৮নং দক্ষিণ চরবংশী ইউপির ৪নং ওয়ার্ডস্থ চরকাছিয়া হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন হাজীমারা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আসমা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে হাজীমারা ফাঁড়ি পুলিশ।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান