জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া: দেশে বর্তমানে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী। এই সুযোগে আবার কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ধান মজুদ করার মাধ্যমে ধানের দাম বাড়িয়ে বাজার কে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
এই সকল অসাধু ব্যবসায়ীদে বিরুদ্ধে সারা বাংলাদেশেই চলছে প্রশাসনের অভিযান। এরই ভিত্তিতে গতকাল ২১ আগস্ট (রবিবার) বগুড়ার শেরপুর উপজেলায় রাত ৮ টা থেকে ১১:৪৫ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে ধান মজুদের অপরাধে শেরুয়া বটতলার বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আব্দুল কুদ্দুসকে ৫ লক্ষ টাকা জরিমানা সহ ৭ দিনের ভিতরে ধান বাজারজাতকরণের নির্দেশ দেন শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন।
শেরপুর মোবাইল কোর্টে খাদ্য পরিদর্শক এবং শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযানটি পরিচালিত হয়।
এ বিষয়ে শেরপুর সহকারী কমিশনার ভূমি মোছা. সাবরিনা শারমিন বলেন, অবৈধ মজুদকারী সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।