ডিবিএন ডেস্কঃ গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী-গুলশান সড়কে বাসের কাউন্টারে ভাঙচুর করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। এ সময় একটি বাসে ভাঙচুরও চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার সড়কে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়া হয় না। এ কারণেই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদেরকে ‘হাফ পাস চাই’ ও ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
এক শিক্ষার্থী জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।’
উল্লেখ্য, দুপুর সোয়া ১২টার দিকে বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।