আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিন জন দমকলকর্মী ও দুজন সাংবাদিক রয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২২ জন। গতকাল শনিবার (২০ আগস্ট) দেশটির গাজিয়ানটেপ এলাকা এবং মার্ডিন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, তুরস্কের গাজিয়ানটেপ একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে তা উদ্ধারে সাংবাদিকসহ অনেকেই জড়ো হয়েছিলেন। এ অবস্থায় নিয়ন্ত্রণ হারানো অন্য একটি বাস তাদের ধাক্কা দিলে ১৬ জনের মৃত্যু হয়। এরপর আরও উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করায়।
অন্যদিকে, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর দেশটির মার্ডিন শহরের ডেরিক এলাকায় একটি ট্রাক ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের মধ্যে ৮ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় গভর্নর ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। সরকার থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ।
গভর্নর দাভুত গুল বলেন, সকালে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেটার উদ্ধারকাজ করার সময় নতুন করে আরও একটি ঘটনা ঘটে। সাংবাদিকরা আগের ঘটনা কাভার করতে এসেছিলেন। দুর্ঘটনার ফলে গাজিয়ান্তেপ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনার কারণ বের করতে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, সড়ক নিরাপত্তার ক্ষেত্রে তুরস্কের রেকর্ড খারাপ। সরকারি তথ্যমতে, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন।