স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দুবাই ও শারজাহতে। প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে এবারের আসর।
এশিয়ার ৫ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে এবারও অংশ নিবে একটি সহযোগী দেশ। আসরে অংশ নিচ্ছে এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে একটি সহযোগী দেশ। মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং এবং সিঙ্গাপুর। ২০ আগস্ট শুরু হওয়া এশিয়া কাপের বাছাইপর্ব চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
৬ দলের এশিয়া কাপে থাকছে দুই গ্রুপ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি সহযোগী দেশ। ‘বি’ গ্রুপের কঠিন লড়াইয়ের নামবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপে থেকে সেরা সুটি দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে লড়ে সেরা দুই দল উঠবে ফাইনালে।