আন্তর্জাতিক ডেস্কঃ নিউ মেক্সিকোর আলবুকার্কে চার মুসলিমকে হত্যার দায়ে অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) ৫১ বছর বয়সী এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার গাড়ি ট্র্যাক করে ওই আফগানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি অপহরণ ও গুলি করে চারজনকে হত্যা করেছে। এছাড়াও ওই ব্যক্তি দুইটি হত্যার জন্য অভিযুক্ত এবং অন্যান্য হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মুহম্মদ সৈয়দ (৫১) পেশায় একজন গাড়িচালক। একদিন আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথমজনকে গত নভেম্বরে হত্যা করা হয়। তারপর গত দুই সপ্তাহে তিনজনকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তান বা আফগানের নাগরিক।
পুলিশ অনুসন্ধানে ‘অন্তর্দ্বন্দ্বসহ সম্ভাব্য সব উদ্দেশ্য’ খতিয়ে দেখছেন। তিনি একজন সুন্নি মুসলিম, তার মেয়ে একজন শিয়া মুসলিমকে বিয়ে করায় ক্ষুব্ধ কি না, এবিষয়ে মুহম্মদ সৈয়দকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আহমেদ আসাদ বিয়ের বিষয়ে স্বীকার করেছেন, কিন্তু সন্দেহভাজনের অপরাধের বিষয়ে তিনি কোনো মতামত প্রকাশ করেননি। সৈয়দ নিয়মিত মসজিদে আসতেন বলে জানান তিনি।