আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ‘কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাসট্রিয়া রিসার্চ (সিএসআইআর)’ এর প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞানী নাল্লাথামবি কালায়সেলভি। ৩৮ বছরের প্রতিষ্ঠানটি এই প্রথম নারী নেতৃত্ব পেলো।
লিথিয়াম ইওন ব্যাটারি নিয়ে কাজ করার জন্য পরিচিত কালায়সেলভি নতুন দায়িত্ব পাওয়ার আগে তামিলনাড়ুর সিএসআইআর-সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিচার্স ইনিস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একই সঙ্গে সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ডিপাটমেন্টের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কালায়সেলভি তামিলনাড়ুতে তামিল মিডিয়াম স্কুলে লেখাপড়া শুরু করেন। কলেজে পড়ার সময়েই বিজ্ঞানের প্রতি সখ্যতা শুরু হয় বলে জানিয়েছেন তিনি। প্রায় ২৫ বছর তিনি গবেষণায় লেগে থেকেছেন। এ পর্যন্ত প্রায় ১২৫ টি গবেষনা নিবন্ধ লিখেছেন। আর তার নামে রয়েছে মোট ৬টি প্যাটেন্ট।
উল্লেখ্য, সিএসআ্ইআর এর নবীন বিজ্ঞানী হিসেবে কালায়সেলভি তার ক্যারিয়ার শুরু করেন।