লোহাগাড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের লোহাগাড়ার আওয়ামী লীগের ৪ জন অসুস্থ নেতাকর্মীদের মাঝে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমিনুল ইসলাম আমিন উপস্থিত থেকে দলের অসুস্থ ৪ নেতাকর্মীদের হাতে এসব চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম. কামাল উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, উপ- দপ্তর সম্পাদক এম. এস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, কামরুল হুদা, হারুনুর রশিদ রাসু, নুরুল আবছার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চরম্বা ইউনিয়ন সভাপতি মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন আহবায়ক সিরাজুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, উপজেলা যুবলীগের সদস্য আবছার উদ্দিন, নাজিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস. এম আজিজ, লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সদস্য আলীম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ও কলেজ ছাত্রলীগ নেতা মো : জোবাইর প্রমুখ।
চেক বিতরণকালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নে যেমন কাজ করছেন, তেমনি দেশের অসহায় মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে দুরারোগ্য রোগে আক্রান্ত, অসুস্থ ও অসহায় সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা অতীতের কোন সরকার তা কখনো করেনি। যার প্রমাণ আজকের চেক বিতরণ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- মাষ্টার শফিকুর রহমান ৫ লাখ টাকা, জামাল হোসাইন ৫ লাখ টাকা, বকুল বালা দেবী ৩ লাখ টাকা, জান্নাত আরা বেগম ২ লাখ টাকা।