ডিবিএন ডেস্কঃ পঞ্চগড় জেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে সম্মেলনের উদ্বোধক ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সম্মেলনে জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজার রহমান আজু সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ করিমকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজার রহমান আজুর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সম্মেলনের উদ্বোধন করেন। এতে রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রধান বক্তা ছিলেন।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক এই সম্মেলনে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে নবনির্বাচিতদের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি।