ব্রেক্সিট চুক্তি পাস হলে পদত্যাগ করবেন বলে জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।
বুধবার তিনি তার দল কনজাভেটিভ পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে একথা জানান বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা রয়টার্স।
তারা মে’র পরিবর্তে এমন একজন নেতাকে চান, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের(ইইউ) সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের মতামতের গুরুত্ব দেবেন।
এই বিষয়ে কনজাভেটিভ পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে মে বলেন, আমি আমার দলের আইনপ্রণেতাদের মনোভাব বুঝতে পেরেছি। সবাই একজন নতুন নেতা চান।
শুক্রবার ব্রেক্সিট চুক্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তৃতীয়বারের মতো ভোটাভুটির আয়োজন করতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিন চুক্তিটি যেন পাস হয় সেজন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিনি।
চুক্তিটি পাস হলে ২২ মে ইইউ’র সঙ্গে দেশটির বিচ্ছেদ কার্যকর হবে। এদিন দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন মে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, চুক্তিটি পাস না হলে থেরেসা মে পদত্যাগ নাও করতে পারেন।