আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী তিনি। আজ সোমবার (২৫ জুলাই) ভারতের রাজধানী নয়া দিল্লির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বলে এনডিটিভির খবরে এ তথ্য পাওয়া যায়।
ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাঁকে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। এর পরপরই ২১ বার তোপধ্বনি করে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। ৬৪ বছর বয়সি মুর্মু ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেন, প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।
তিনি আরো বলেন, ভারতের দরিদ্ররা যে স্বপ্ন দেখতে পারে এবং তা সত্যি করতে পারে, এর বড় প্রমাণ আমার নির্বাচন। প্রাথমিক শিক্ষা অর্জনই আমার কাছে স্বপ্ন ছিল।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করবেন না, দেশের ভবিষ্যতের ভিত্তিও তৈরি করুন। রাষ্ট্রপতি হিসেবে আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মনোনিবেশ করার কথাও জানান তিনি।
জাঁকজমকপূর্ণ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে বিজেপির হয়ে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন তিনি। পরে ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।