চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে মো.মোরশেদ(২৬) নামক এক যুবক ঘোরতর আহত হয়েছে। শুক্রবার(৮ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর ৪ নং ওয়াডের উত্তর আমিরাবাদ গ্রামের তালুকার পাড়ায় এ ঘটনা ঘটে। মোরশেদ উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর মৃত জামাল উদ্দীন এর ছেলে। সে পেশায় একজন দিন মজুর। তার কোন ভাই বোন নাই।
জানাগেছে, ঘটনার দিন শুক্রবার মোরশেদ অনুপস্থিতিতে তার বাড়ির টিন কেটে বাড়ির দেওয়াল নির্মাণ করছিল মোস্তাফিজ । খবর পেয়ে সন্ধ্যায় মোরশেদ সেখানে উপস্থিত হয়। টিন কাটা দেখে মোরশেদ প্রতিবাদ করলে তার চাচাত ভাই মৃত আবু শরীফ এর ছেলে মোস্তাফিজ ও মোস্তাফিজ এর মা ক্ষিপ্ত হয়ে মোরশেদ এর উপর তার হাতে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করে। মোরশেদ এর মৃত্যু নিশ্চিত করতে আরো হামলা চালালে মোরশেদ দৌড়ে পালিয়ে যায়। এতে মোরশেদ গুরুত্বর জখম হলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা মোরশেদকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মোঃ মোরশেদ জানায়, মোস্তাফিজ আমার বাড়ির টিন কেটে বাড়ির দেওয়াল নির্মাণ করছিল। আমি জানতে পেরে বাড়িতে উপস্থিত হই এবং আমার বাড়ির টিন কাটা থেকে বিরত থাকতে বলি। এতে মোস্তাফিজ ও তার মা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি চুরির আঘাত করে। তখন আমি দৌড়ে পালিয়ে গিয়ে অন্য এক বাড়িতে আশ্রয় নিই। আমি এর সুস্থ বিচার চাই।
এ ঘটনায় শনিবার মোরশেদ এর স্ত্রী জান্নাতুল কুবাইরা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নুরুন্নবী জানান, মামলার আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সময়ে আসামীরা আইনের আওতায় আসবে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শীঘ্রই আসামীকে আইনের আওতায় আনা হবে।