কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী গ্রামের পাটক্ষেতে নির্মম হত্যাকান্ডের শিকার অটোচালক আব্দুর রাজ্জাকের ছিনতাই হওয়া অটোরিকশা ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ জেলার নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ফকিরটারী গ্রামের আফতার আলীর বাড়ি থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করেছে বলে নিহত আব্দুর রাজ্জাকের ছোটভাই রানা মিয়া জানিয়েছেন।
তিনি আরও জানান, এর আগে রোববার পুলিশ আমার ভাই হত্যা মামলার আসামি ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের সোলজার সরকারের ছেলে মমিনুল ইসলাম ও আব্দুল জলিলের ছেলে রোকন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা ও ফোন উদ্ধার করা হয়। আশাকরি, এই সূত্রধরে আমার ভাই হত্যার মূল আসামি ও জড়িতরা ধরা পড়বে।
উল্লেখ, বৃহস্পতিবার ৭ জুলাই সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পুর্ব রাবাইতারী গ্রামের সামাদ বিএসসি’র বাড়ী সংলগ্ন পাটক্ষেত থেকে অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩৫) এর লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। ঘাতকরা তাকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।