কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাহেরুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তি যোদ্ধা কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্ল্যা, উপজেলা বাজার মালিক ও বণিক সমিতিরি সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জ, বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন সহ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ক্ষয়ক্ষতি থেকে উত্তোরনের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।