স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।যদিও বোর্ডে এখনো লিখিত কোনো চিঠি দেননি তবে মৌখিকভাবে নেওয়া সেই ছুটিকে অফিসিয়াল বলেই ধরে নিতে আজ (২৯ জুন) বলেছেন বিসিবি প্রধান।
সাকিবের ওয়ানডে থেকে নেওয়া ছুটি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ওইরকম ভাবে আমার সঙ্গে কথা হয়নি। বোর্ডের সঙ্গে এখনও কিছু যেহেতু বলে নাই, আজকে-কালকের মধ্যে ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো।’
তবে সাকিবের মৌখিক ছুটি নেওয়াটা অফিসিয়াল ধরে নিতে বলে নাজমুল হাসান বলেন, ‘আমি যেটা শুনেছি যে, সে জালাল ইউনুসকে বলেছে ওয়ানডে না-ও খেলতে পারে। আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনও কিছু জানায়নি। তবে আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন।’
এদিকে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কে খেলবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে জানা গেছে, টেস্ট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে থেকে যাচ্ছেন। টেস্ট দলে নিয়মতি হলেও তাইজুল বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন।