আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে কোনও সেনা মোতায়েন করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এ কথা বলেন তিনি।
ন্যাটো যদি দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্যপদ দিয়ে সেখানে তাদের সৈন্য ও অবকাঠামো মোতায়েন করে, তাহলে তিনি এর পাল্টা পদক্ষেপ নেবেন বলে জানান।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে আমাদের ইউক্রেনের মতো সমস্যা নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের বুঝতে হবে আগে কোনো হুমকি ছিল না, এখন যদি সেখানে সামরিক বাহিনী ও অবকাঠামো মোতায়েন করা হয়, আমাদের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং সেই অঞ্চলগুলোর জন্য একই হুমকি তৈরি করতে হবে, যেখান থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়।
উল্লেখ্য, ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যদিয়ে ন্যাটোকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছে দেশটি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন এ জোটের প্রয়োজনীয়তা বেশি। স্থল, আকাশ ও নৌ এসব দিক থেকে ন্যাটোকে শক্তিশালী করা হবে।