কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জনশুমারি ও গৃহগণনাকারী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে । গত সোমবার (২৭ জুন) দুপুরে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে উলিপুর থানায় এ মামলা দায়ের করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৯ টায় জনশুমারি ও গৃহগণনার নিয়োগ সংক্রান্ত কথা আছে বলে ওই নারীকে জাতীয় পরিচয় পত্র নিয়ে চেয়ারম্যান তার নিজ বাড়ীতে ডাকেন। সে অনুযায়ী ওই নারী বাড়ীতে আসলে তাকে রুমের ভিতর বসতে বলেন চেয়ারম্যান। এক পর্যায়ে বাড়ীতে কোন লোকজন না থাকার সুবাদে চেয়ারম্যান ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই নারীর মুখ চেপে ধরে জোড়পূর্বক খাটে শোয়ায়ে পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ অবস্থায় ইজ্জত বাঁচানোর তাগিদে চেয়ারম্যানের সাথে ধস্তাধস্তি করে দ্রুত দরজা খুলে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে রাস্তায় এসে অটোরিকশায় উঠে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলেও চেয়ারম্যান তার পিছে পিছে এসে অটো রিকশাতে উঠেন। এ সময় চেয়ারম্যান তাকে জনশুমারির গণনার কাজ করতে দিবেন না, তার স্বামী ও সন্তানের বড় ধরণের ক্ষতি করবেন বলে হুমকি প্রদান করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গত ২৭ জুন সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং-১৮। তদন্ত অব্যাহত রয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।