কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা বানানো ও গেজেট প্রকাশ করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নাগেশ্বরী উপজেলা সদরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সংবাদ সম্মেলনে মিলিত হন মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলন শেষে জামুকা বিলুপ্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, জামুকা টাকার বিনিময়ে এলাকার কতিপয় চিহ্নিত রাজাকার পরিবারের সন্তানদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এসব বিতর্কিত নাম জামুকা গেজেটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ বিতর্কিত তালিকা বাতিলসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানান মুক্তিযোদ্ধারা।