তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার রাত ৯ টায় দিকে ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা রঞ্জিতের মাধ্যমে টিম SEW এর কাছে খবর আসে যে উপজেলার ভাড়াউড়া বাগানের ৮ নম্বর লাইনে সঞ্জিত কাহারের ঘরের ভিতর শঙ্খিনী সাপ ঢুকে পড়েছে এবং বাড়ির মানুষ সাপটি মারার চেষ্টা করছে। SEW টিম তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করে ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে এরমধ্যেই টিম SEW এর দিক নির্দেশনায় স্থানীয় সাপ উদ্ধারকর্মী মনিরাজকে নিয়ে সাপটিকে উদ্ধার করা হয় রঞ্জিত কাহার থেকে।গত রাতেই অক্ষত অবস্থায় উদ্ধার করে শঙ্খিনী সাপটিকে চা বাগানের জংগলের মধ্যে ততখনাৎ নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
শঙ্খিনী সাপ প্রানঘাতী তীব্র বিষধর হলেও এদের কামড় দেওয়ার তেমন কোন তথ্য প্রায় নেই বললেই চলে। এরা সহজে কাউকে কামড় দেয়না৷ অত্যন্ত নিরীহ এবং উপকারী সাপ অন্যান্য সাপ খেয়ে জীবন ধারন করে। SEW সংগঠনটি জীববৈচিত্র্য ও প্রানী রক্ষার কাজে দুর দূরান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। SEW মূখপাত্র খোকন তানজুম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাক সকল বন্যপ্রাণী।