স্পোর্টস ডেস্কঃ ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন করোনায় আক্রান্ত হওয়ায় তার ইংল্যান্ড সফর স্থগিত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তিনি। যদি তার অবস্থার উন্নতি হয় তাহলে নিয়ম অনুযায়ী দলের সঙ্গে যোগ দিতে পারেন, তাহলেই তাঁকে দেখা যাবে সিরিজ নির্ধারণী এ ম্যাচে।
বিসিসিআইয়ের সূত্রে জানা যায়, অশ্বিন দলের সাথে ইংল্যান্ড ভ্রমণ করেননি। কারণ তিনি যাত্রার আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে আমরা আশাবাদী যে ১ জুলাই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে তিনি লিচেস্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি মিস করতে পারেন।
এদিকে স্কোয়াডের বাকি সদস্যরা ইতিমধ্যে লিস্টারে চলে গেছেন। বোলিং কোচ পারস হামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে লন্ডনে পৌঁছেছেন দ্রাবিড়, পান্ত ও আইয়ার। আগামী ১ জুলাই এজবাস্টনে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সাদা পোশাকের ম্যাচটির আগে অশ্বিনের সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী সবাই। তবে লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না থাকার সম্ভাবনা বেশি অশ্বিনের।