মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে দ্বৈত পেশাধারী সাংবাদিক, অপসাংবাদিক এবং ভুয়া সাংবাদিক রোধে ডোমার সাংবাদিক ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডোমার সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো।
সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি রওশন রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রওশন আলম পাপ্পু, রিপোর্টার্স ক্লাব সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি রতন কুমার রায়, চিলাহাটি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি তোজাম্মেল হোসেন মন্জু, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো প্রতিনিধি এ আই পলাশ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এশিয়ান এইচ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি, সত্যেন্দ্র নাথ রায়, দৈনিক সবুজ দেশ প্রতিনিধি সফিয়ার রহমান রতন, বিজয় টেলিভিশন প্রতিনিধি গোলাম রব্বানী, দীপ্ত টেলিভিশন প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, এমকে টেলিভিশন প্রতিনিধি শাহিনুর রহমান, দৈনিক ডেসটিনি প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, দৈনিক দাবানল প্রতিনিধি জাকির হোসেন প্রধান হিটলার, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি গোপাল চন্দ্র রায়।
সভায় দ্বৈত পেশাধারী সাংবাদিক, অপসাংবাদিক এবং ভুয়া সাংবাদিক রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে লিখিত অভিযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।