অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকায় বারোমাসিয়া নদীর উপর নির্মিত গোরকমন্ডল ব্রীজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে। মাঝখানের পাটাতন ভেঙ্গে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এরপরও ওই সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও দীর্ঘ দিন ধরে ব্রীজটি সংস্কার না হওয়ায় যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ওই ব্রীজ দিয়ে গোরকমন্ডল বিডিআর বাজার, গোরকমন্ডল বিজিবি ক্যাম্প, গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর গোরকমন্ডল আনন্দ বাজার, চর-গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরকমন্ডল হাফেজীয়া, চর-গোরকমন্ডল কওমী মাদ্রাসার শিক্ষার্থীসহ গোরকমন্ডল ও চর-গোরকমন্ডল ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ বালারহাট বাজার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ উপজেলা সদরে যাতায়ত করে।
এ ছাড়াও রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, ট্রাকক্টরসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে ওই ব্রীজ দিয়ে। ব্রীজটির রেলিং ও পাটাতন ভেঙ্গে বড়বড় গর্ত হওয়ায় মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে চলাচলকারী যানবাহন ও পথচারীরা।
গোরকমন্ডল এলাকার ট্রাক্টর চালক নুরজামাল জানান, ব্রীজটিতে বড় বড় ৬ টি গর্ত ছিল। আমরা কয়েকজন চালক মিলে ৪টি গর্ত মেরামত করেছি। কিন্তু দুইটি গর্ত আকারে অনেক বড় যা মেরামত করা সম্ভব নয়। তাই জীবনের ঝুঁকি নিয়ে অমনি চলাচল করছি।
চর-গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম বাবলা বলেন, আমরা ভয়ে ভয়ে ব্রীজ পারাপার হই। ব্রীজটি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী জানান, গোরকমন্ডল ব্রীজ মারাত্বক ঝুঁকিপূর্ণ হলেও উপায় না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, গোরকমন্ডল এলাকার ঝুকিপুর্ন ব্রীজটি আমাদের নজরে আছে। সেখানে নতুন ব্রীজ নির্মানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।