তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে বসতঘরের লাইনে একটি কাঁঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ লাইন সংস্কার করেনি।
গতকাল বিকেলে কমলগঞ্জের উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে জমিতে কাজ শেষে ঝুলে থাকা লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাবুদ্দিন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতির কারণেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। সময় মতো পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি সংস্কার করলে আজ এ দুর্ঘটনা ঘটতো না। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।