তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর দুই দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জুন) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে থেকে এ সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান। প্রশিক্ষণে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহিনী সিনহা ও ইউনিয়ন কর্মী রাজু দত্ত সহ ১৩৯ জন ‘মা’ অংশগ্রহণ করছে।
এ সময় ভাতাভোগী মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ মাতৃত্ব ও গর্ভবর্তী মায়ের পরিচর্যা, খাদ্য ও পুষ্টি, শিক্ষা, আয়বর্ধক কর্মসূচীতে অংশগ্রহণে উৎসাহিতকরণ, জেন্ডার ও নারীর অধিকার, বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, মা ও শিশুর পরিচর্যা এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।