তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) শূন্য পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮শে জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০শে জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ই জুলাই এবং ২৭শে জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার।
উল্লেখ্য, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত বছরের ২১শে মে মৃত্যুবরণ করেন। এরপর একই বছরের ২রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা চেয়ারম্যান শূন্য পদে তফসিল ঘোষণা করে ৭ই অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে। ওই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ৯ সেপ্টেম্বর তার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সেই থেকে ভাইস চেয়ারম্যান পদে শূন্য থাকে পদটি।