আতর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক হামলা ঠেকাতে যেকোনো পরিস্থিতিতে বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক ঘাঁটি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। রাশিয়ার কাছে এক ইঞ্চি জায়গাও ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (৭ জুন) রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নয়সেদাকে সঙ্গে নিয়ে দেশটিতে প্রতিষ্ঠিত ন্যাটোর সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জার্মান চ্যান্সেলর। এ সময় ভবিষ্যতে দেশটিতে অবস্থানরত জার্মান সেনা সংখ্যা ১৬০০ থেকে ৫০০০ এ উন্নীত করার পাশাপাশি পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক ঘাঁটিগুলোতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের কথা জানান তিনি।
শলজ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাল্টিক অঞ্চলের দেশগুলোতে ন্যাটোর যত সামরিক ঘাঁটি আছে সবগুলোকে আরও শক্তিশালী ব্রিগেড হিসেবে গড়ে তোলার। শুধু তাই নয়, ঘাঁটিগুলোতে জার্মান সেনা সদস্যের সংখ্যাও বাড়ানো হবে। তিনি আরো বলেন, শক্তিশালী ব্রিগেড হিসেবে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য জার্মান সেনাবাহিনীকে ঢেলে সাজানো হবে। তবে কোন ঘাঁটিতে কত সৈন্য বাড়ানো হবে তা স্পষ্ট করেননি তিনি।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্ত্র সরবরাহে জার্মান সরকার গড়িমসি করার অভিযোগের বিষয়ে শলজ বলেন, এখন পর্যন্ত ইউক্রেনে অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা জার্মানি। স্পেন থেকে ইউক্রেনকে ৪০টি লিওপার্ড, দুটি সাঁজোয়া ট্যাংক দেয়ার বিষয়ে শলজ বলেন, এ বিষয়ে স্পেন সরকার এখন পর্যন্ত কোনো আবেদনই জানায়নি।