মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, হুইস্কি হিরোইন, বিয়ার, দেশি ও বিদেশি মদসহ গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করেছে কুমিল্লা জেলা পুলিশ।
প্রচারণার গত বারো দিনে সহস্রাধিক যানবাহন থেকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নয় শতাধিক মোটর সাইকেল রয়েছে।সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ।গত ১৬ মাসে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে ১০ টন গাঁজা ও এর সাথে সংশ্লিষ্ট ৪৩২৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক উদ্ধারের মধ্যে প্রায় তিন লাখ পিস ইয়াবা, ২০ হাজার পিস ফেনসিডিলসহ মদ, বিয়ার হুইস্কি, হিরোইন ও ইস্কাফ রয়েছে।গত জানুয়ারি-২১ থেকে এপ্রিল-২২ এই ১৬ মাসে জেলা পুলিশের উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৭ কোটি টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান বেড়েছে। জিরো টলারেন্স থাকায় এ বছর জেলা পুলিশের হাতে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। আমরা মাদক বহনকারীদের পাশাপাশি কারবারিদেরও গ্রেফতার করছি। তাছাড়া নির্বাচন উপলক্ষে বিভিন্ন অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে নগরীর ১৫টি চেক পোস্টের মাধ্যমে।
উল্লেখ্য, জেলায় গত বছরের তুলনায় এবছর মাদক উদ্ধার হয়েছে ৬১৪ শতাংশ বেশি।