অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা সমস্যা নিয়ে উপজেলার বিভিন্ন চার্চ এন্ড কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা করেছে উপজেলা এনজিও ফোরাম।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার গোলাবাড়ী শালোম প্রেস বিটেরিয়ান চার্চে এনজিও সংস্থা ল্যাম্ব এর সিসিটি প্রজেক্ট এর সহযোগিতায় এবং সিডার ফান্ড- হংকং এর আর্থিক সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিসিডিবির কর্মকর্তা পাত্রাস মুর্মুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ল্যাম্বের কর্মকর্তা ও ফোরামের সাধারণ সম্পাদক গাব্রিয়েল কিস্কু, ব্র্যাকের প্রতিনিধি শহিদুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, চার্চের প্রতিনিধি, সাংবাদিক গন বক্তব্য রাখেন।
সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝি নেতৃত্ব ও মন্ডলদের আধুনিকায়ন ছাড়াও বাল্য বিবাহ, মাদকের অপব্যবহার রোধের উপায় ছাড়াও স্থানীয় কমিউনিটির মানুষের সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করা এবং সরকারী ও বেসরকারী সংস্থার সুযোগ-সুবিধাগুলো সমন্বয়ন করে সমাজের সামগ্রিক উন্নয়ন করা সহ শিক্ষা, ভূমি বেদখল, সরকারী ভাতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন কমিউনিটি লিডার গন, এনজিও প্রতিনিধি সহ নেটওয়ার্কিং এর সদস্য গন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।