বিনোদন ডেস্কঃ আগামী ১০ জুন সারাবিশ্বে মুক্তি পেতে চলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি। এদিকে বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। আন্তর্জাতিক মুক্তির দিনেই কলিন ট্রেভরো পরিচালিত এই ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে।
স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবিটি মুক্তির পর থেকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে উঠেছে। একে একে মুক্তি পায় জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসতে চলেছে সিরিজের ষষ্ঠ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডব্লাম প্রমুখ।
৫ জুন থেকে অনলাইন এবং কাউন্টারে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর এর পাশাপাশি একটি বিশেষ অফার হচ্ছে আগামী ১৫ জুন পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনবেন (যে কোন সিনেমার) তাদের টিকেটের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন কক্সবাজারে বিমানে আসা-যাওয়া এবং হোটেল সায়মনে দুই রাত থাকার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১১ জুন স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’ মুক্তি পেয়েছিল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারীর কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। এরপর ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।