স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বেন স্টোকস ও জো রুটের জুটিতে ২৭৮ রানের লক্ষ্যে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা।
নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৯ রানে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে দেয় ইংল্যান্ড। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ কিংবা জনি বেয়ারস্টো, কেউই দলের হাল ধরতে পারেননি। এদের মধ্যে সর্বোচ্চ ২০ রান আসে ওপেনার লিসের ব্যাট থেকে।
এদিকে লক্ষ্য টপকাতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটার অ্যালেক্স লিসকে ২০, জ্যাক ক্রোলিকে ৯ ও অলি পপকে ১০ রানে হারানোর পর দলের হাল ধরেন জো রুট। জনি বেইরস্ট্রোকে (১৬) নিয়ে ২৩ রানের জুটির পর বেন স্টোকসকে নিয়ে লম্বা জুটি গড়েন। আর দুজনের জুটি থেকে আসে ৯০ রান। বেন স্টোকসকে ৫৪ রানের মাথায় বিদায় করেন কাইল জেমিনসন। এরপর বেন ফোকসকে নিয়ে ৫৭ রানের জুটি বেঁধেছেন রুট। দুজনের জুটি শেষ করে তৃতীয় দিন। জয় পেতে দরকার আর ৬১ রান। এখনো রুট অপরাজিত আছেন ৭৭ রানে।
ঊল্লেখয়, এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংসও শেষ হয় ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই কিউই ব্যাটার ড্যারেল মিচেলের ১০৮ ও টম ব্লান্ডেলের ৯৬ রানের ইনিংসে ভর করে বড় লিড পায় সফরকারীরা।