স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি বানিয়ে গিনেস বুকে নাম লেখালো আইপিএল। জায়ান্ট এই জার্সিটি ফাইনালের আগে আহমেদাবাদে ১ লাখ দর্শকের সামনে উন্মোচন করা হয়। বিশ্বের বৃহত্তম এই জার্সি নিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে আইপিএল।
বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ক্রিকেট জার্সি প্রদর্শিত করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগে। জার্সিটি লম্বায় ৬৬ মিটার এবং চওড়ায় ৪২ মিটার। ম্যাচ শুরুর আগে বিশাল এই জার্সিটি মাঠে বিছিয়ে রাখা হয়। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ এই জার্সির জন্য পাওয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্রটি ফাইনালের মঞ্চে গ্রহণ করেন।
জার্সিটির সামনের অংশের বুকের বাম পাশে দেয়া হয়েছে বিসিসিআইয়ের লোগো আর ডান পাশে আছে আইপিএলের লোগো। আর মাঝখানে আইপিএলের পনেরো বছর উদযাপন উপলক্ষে ‘১৫ ইয়ারস অব আইপিএল’ লেখা। আর নিচের অংশতে দশটি আইপিএল দলের প্রতীক দেয়া হয়েছে।