বিনোদন ডেস্কঃ ব্যবসার দিক থেকে ২০২২ এর সেরা ছবি ‘ডক্টর স্ট্রেঞ্জ’। ব্যাটম্যানকে হারিয়ে সেরার সেরা এবার মারভেল এর এই মুভি। ছবিটি বক্স অফিসে প্রায় ৭০১ কোটির কাছাকাছি আয় করে ফেলেছে।
বেনেডিক্ট কাম্বারব্যাচ ও এলিজাবেথ ওলসেন অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভ্যারস অফ ম্যাডনেস’ মুভিটি পরিচালনা করেন স্যাম রাইমি। গত মার্চে ডিসি-র ‘দ্যা ব্যাট্ম্যান’ ছবিটি রিলিজ করেছিল। বিশ্বজুড়ে এই ছবি বক্স অফিসে ৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছিল। সেই ছবির জনপ্রিয়তাকে ফিকে করে প্রথম স্থান দখল করল এবার ‘ডক্টর স্ট্রেঞ্জ’।
মার্ভেল -এর এই ছবি ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ এর পর থেকেই শুরু হয়। এই ছবিটিতে ডিসনে- এর সিরিজ ‘ওয়ান্ডাভিশন’ এর সঙ্গেও এই ছবির খানিকটা সংযোগ রয়েছে। আমেরিকান এই সুপারহিরো ফিল্ম এখনও বড়পর্দায় বেশ ভালো ব্যবসা করে চলেছে।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, শুধুমাত্র আমেরিকায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভ্যারস অফ ম্যাডনেস’ ছবিটি। আর বাকি দেশগুলো থেকে ৪৬৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ মোট প্রায় ৭০১ কোটির কাছাকাছি আয় করেছে এই ছবি। , আগামী কয়েকদিনের মধ্যে ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ফেলবে এই ছবিটি। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে ছবিটি ব্যবসার দিক থেকে বিলিয়নের কোটা স্পর্শ করতে পারবে কিনা সেটাই দেখার বিষয় এখন।
মার্ভেল ম্যানিয়া-র ডক্টর স্ট্রেঞ্জ ২ সারাবিশ্বে স্টার মার্কস নিয়ে পাশ করেছে। আর এই কারণেই বক্স অফিসে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। ফ্যান্টাসি, হরর, দুর্দান্ত ভিজুয়াল এফেক্ট আর সুপারহিরোদের মধ্যেকার দ্বন্দ্ব সবকিছু একসাথে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই মুভিতে তিনি। আর সেই কারণেই এত সহজে প্রথম স্থান দখল করতে পেরেছে এই ছবি।