একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টা থেকে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” প্রকল্পের আওতায় নওগাঁ জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন। গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মো: তৈয়ব আলী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।
এ সময় নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো: হারুন অর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, নারী উদ্যকক্তা পারভীন আখতার, লিপি সাহাসহ অন্যান্যরা।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, নারী উদ্যাক্তা শিক্ষক, ইসলামী নেতাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৪০ জন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।