হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শনিবার (২৮ মে) বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলা শহরের ৩ টি ক্লিনিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ৷ এদিন বিকালে শহরের ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনবিহীন ক্লিনিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার এবং উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার এ তিন প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়।
নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এবং ১ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।