স্পোর্টস ডেস্কঃ প্যারিসে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলতে নামে লিভারপুল। এদিকে সমর্থক সংক্রান্ত কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। লিভারপুলের দাবি, ফ্রান্সে তাদের সমর্থকদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাসও ছুড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, এ ঘটনায় উয়েফার কাছ থেকে তদন্ত চেয়েছে অল রেড শিবির।
এক বিবৃতিতে লিভারপুল জানায়, সমর্থকদের মাঠে প্রবেশ করার ইস্যুতে তারা খুবই অসন্তুষ্ট। তাদের সমর্থকরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। যেহেতু এটা ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চ, সেখানে সমর্থকদের এই পরিস্থিতিতে দেখা কোনোভাবেই কাম্য নয়। তাই বিষয়টি তদন্ত করার জন্য তারা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, লিভারপুলের কিছু সমর্থক দেয়াল টপকাতে চেয়েছিলেন। পুলিশ নিরাপত্তা সংশ্লিষ্ট কারণ দেখিয়ে তাদের ওপর টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। তবে এ বিষয়টিকে লিভারপুলের রক্ষণভাগের প্রাণ অ্যান্ডি রবার্টসন মোটেই ভালোভাবে দেখেননি। তিনি ম্যাচ আয়োজনের দায়িত্বে যারা ছিলেন তাদের লজ্জাহীন বলে মন্তব্য করেছেন।
এদিকে ফাইনাল মহারণ পিছিয়ে যাওয়ার কারণ দেখানো হয় ভক্তদের দেরি করে আসা। কিন্তু সমর্থকরা বলছেন, তারা ঠিক সময়েই এসেছিলেন। পুলিশ তাদের মাঠে ঢুকতে দিচ্ছিল না।
প্রসঙ্গত, রিয়াল গোলরক্ষক কর্তোয়া ফাইনালে ৯টি সেভ দেন। সে তুলনায় রিয়াল মাদ্রিদ খুব বেশি আক্রমণ করতে পারেনি অল রেড গোলপোস্টে। কেউ কেউ তো বলেই ফেলছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের খেলা হয়েছে এক কর্তোয়ার বিপক্ষে। অন্যদিকে একটি সুযোগ পাওয়া রিয়াল কোনো ভুল করেনি। ভালভার্দের পাস থেকে ফাঁকায় থাকা ভিনিসিয়াস জুনিয়র লক্ষ্যভেদ করেন লিভারপুলের জালে।