বগুড়া শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
আটককৃত যুবক দিনাজপুর জেলার হাকিমপুর থানার মাটিপাড়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে হাসান (২২)। মহিলাটি অসুস্থ, তার নাম পরিচয় জানা যায়নি।
সুত্রে জানা যায়, অজ্ঞাত মহিলাটি ফেনসিডিল শরীরের সাথে মিশিয়ে নিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করে। সেই মোটরসাইকেলে সিরাজগঞ্জের উদ্দেশে যাওয়ার সময় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এলাকায় পৌঁছালে স্প্রিড ব্রেকার এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করতে এসে ফেনসিডিল দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। আরো পরে শেরপুর থানা পুলিশ মোটরসাইকেলসহ তাদের দু’জনকে আটক করে। আহত মহিলাটিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
আটককৃত যুবক হাসান জানান, আমার বন্ধু সাগর মোটরসাইকেল দিয়ে এই মহিলাটিকে নিয়ে সিরাজগঞ্জে এ আসতে বলে। এ বিষয়ে আমি কোন কিছু জানিনা এবং মহিলাটির নাম জানিনা।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। মহিলাটির অজ্ঞান থাকে তার নাম পরিচয় পাওয়া যায়নি তাকে চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।