আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে হোটেল ও বারে বন্দুকধারীদের গুলিতে নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মে) একটি হোটেল ও দুটি পৃথক বারে এ হামলা চালানো হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সেলায়া শহরে দুটি পৃথক বার ও একটি হোটেলে চালানো ওই হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় মধ্যরাত পর্যন্ত অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ পান তারা। পরে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় হামলাকারীরা।
উল্লেখ্য, স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বন্দুকধারীরা যাওয়ার আগে ঘটনাস্থলে একটি হুমকি বার্তা সংবলিত কার্ড রেখে যায়। কার্ডে দেশটির একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়।