স্পোর্টস ডেস্কঃ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট চলাকালীন হঠাৎ করে মাঠেই অসুস্থ হয়ে পড়েন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস। মাঠ থেকে সরাসরি তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা টেস্টের প্রথম সেশনের প্রায় শেষের দিকের ঘটনা এটি। ২৩তম ওভারের প্রথম বলের মাথায় হঠাৎ করেই বসে পড়েন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। রাজিথা ফার্নান্দোর করা বল উইকেট রক্ষক নিরশন ডিকভেলার কাছে গেলে কুশলের হাতে বল দেন। এরপর বসে পড়ায় দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেন্ডিসকে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, হঠাৎই বুকের ব্যথায় মাঠের মধ্যে পড়ে গেলেন কুশল মেন্ডিস। ব্যথার তীব্রতা বেশি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয়েছে হাসপাতালে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় পর্যবেক্ষণে রাখা হয়েছে কুশলকে। বাকি আপডেট পরে জানানো হবে।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে লাঞ্চের ঠিক আগের ওভারে। তবে সবধরনের ঝুঁকি এড়াতে সতর্কতাস্বরুপ কুশলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তার জায়গায় ফিল্ডিংয়ে নেমেছেন কামিন্দু মেন্ডিস।